ধর্মনগর, ১৭ ডিসেম্বর : ধর্মনগরের কালিকাপুর জেলা সংশোধনাগার থেকে পালিয়ে যাওয়া ছয় কুখ্যাত আসামির মধ্যে ইতিমধ্যেই চার জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পালানোর ঘটনার পর প্রথম দফায় তিন জনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ বুধবার, ১৭ ডিসেম্বর দীর্ঘ প্রায় দুই মাস পর পলাতক বাকি তিন আসামির মধ্যে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর সকালে কালিকাপুর জেলা সংশোধনাগার থেকে ছয় জন কুখ্যাত আসামি পালিয়ে যায়। ঘটনার পরপরই প্রশাসনের তরফে জোরদার তৎপরতা শুরু হয় এবং উত্তর জেলা পুলিশের নেতৃত্বে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। প্রাথমিক পর্যায়েই তিন জন আসামিকে আটক করা সম্ভব হয়, যা পুলিশের কাছে বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়।
দীর্ঘ অনুসন্ধান ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার আগরতলা শহর থেকে সুনীল দেববর্মা নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ভিন্ন পরিচয়ে আগরতলায় আত্মগোপন করে ছিলেন। তার গতিবিধির উপর নজর রেখে পরিকল্পিত অভিযান চালিয়ে উত্তর জেলা পুলিশের সঙ্গে সিপাহিজলা জেলার পুলিশ যৌথভাবে তাকে আটক করে।
উত্তর জেলার পুলিশ সুপার জানান, পলাতক আসামিদের ধরতে একাধিক বিশেষ দল গঠন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের সাহায্যে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদ করে অবশিষ্ট দুই পলাতকের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও জানান, খুব শিগগিরই বাকি দুই আসামিকেও আটক করা সম্ভব হবে বলে প্রশাসন আশাবাদী। সীমান্তবর্তী এলাকা, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এই জেল পলায়নের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও পুলিশের ধারাবাহিক সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা ও জোরদার করা হচ্ছে।

