আগরতলা, ১৭ ডিসেম্বর: মঙ্গলবার গভীর রাতে রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন পুলিশের গোয়েন্দা শাখার কর্মী সজল মালাকার। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন লক্ষ্মীবিলের কর্মকারটিলা এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যু হয় গোয়েন্দা কর্মী সজল মালাকারের। তার মৃত্যু ঘিরে দুর্ঘটনা না কি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও পুলিশ প্রশাসনের দাবি, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।
অন্যদিকে, মৃত সজল মালাকারের মেয়ে বাবার মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। দুর্ঘটনা না কি পরিকল্পিত হত্যাকাণ্ড—এই প্রশ্নকে কেন্দ্র করে গোটা বিশালগড় জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে বুধবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

