নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : নির্বাচন সংস্কার নিয়ে মঙ্গলবার ফের আলোচনা শুরু হল রাজ্যসভায়। আলোচনায় অংশ নিয়ে সভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার আওতাভুক্ত একটি প্রক্রিয়া।
নাড্ডার বক্তব্য, সময়ে সময়ে ভোটার তালিকা পরিশুদ্ধ করা ও ত্রুটি সংশোধন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনও যোগ্য ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এবং একই সঙ্গে কোনও অযোগ্য ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না।
সভায় জে পি নাড্ডা আরও বলেন, ভারতীয় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দেশের গণতন্ত্রের স্তম্ভ। এই প্রতিষ্ঠানগুলি যত শক্তিশালী হবে, ততই দেশের গণতন্ত্রের শিকড় আরও গভীরে প্রোথিত হবে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনায় অংশ নিয়ে এনসিপি সাংসদ প্রফুল প্যাটেল ইভিএম প্রসঙ্গে বলেন, আগেও নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হয়েছে এবং এখনও পর্যন্ত এর কারচুপি হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়েছিল—কীভাবে ইভিএমে কারচুপি করা যায় তা প্রমাণ করার জন্য, কিন্তু কেউই সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি।
প্রফুল প্যাটেলের কথায়, ভোটাধিকারই জনগণের শক্তি, দেশের শক্তি এবং গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই গণতন্ত্রকে সুদৃঢ় করে—এমনটাই মত তাঁর।

