আগরতলা, ১৪ ডিসেম্বর : ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগরতলার নজরুল কলাক্ষেত্রে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের সাধারণ সম্পাদক পীযূষ ভৌমিক, ন্যাশনাল হেলথ মিশনের সরকারি মিশন অধিকর্তা নুপুর দেববর্মা এবং ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর রাজ্য সভানেত্রী দেবশ্রী কলইসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা।
সম্মেলনে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কর্মরত কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের ন্যায্য অধিকার ও কল্যাণে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

