ত্রিপুরায় অল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির

আগরতলা, ১৪ ডিসেম্বর : সারা রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। রবিবার ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ও ছাত্রবৃন্দ ক্লাবের সহযোগিতায় একটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন স্বাস্থ্য শিবিরে আগত রোগীদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং আয়োজকদের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Leave a Reply