আগরতলা, ১৩ ডিসেম্বর : বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন পদ্মা নগর এলাকায় ঘটে গেল এক বড় ধরনের দুর্ঘটনার ঘটনা। তিপরা মথা দলের নেতা মতিলাল দেববর্মার বিলাসবহুল গাড়ি এবং সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্তের সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল।
জেলা পরিষদের সভাধিপতির গাড়িচালক পার্থ দত্ত জানিয়েছেন, মেলা ঘর থেকে একটি কর্মসূচি শেষ করে জেলা সভাধিপতিকে নিয়ে বিশ্রামগঞ্জ জেলাশাসক অফিসে মিটিংয়ে আসার সময় পদ্মা নগর এলাকায় বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন রাস্তায় একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়ির মুখোমুখি চলে আসে। তিনি জানান, মুহূর্তের বিচক্ষণতায় গাড়ি ঘুরিয়ে দুইটি ইলেকট্রিক খুঁটির মধ্য দিয়ে জঙ্গলের ড্রেনে নিয়ে যান। তাঁর বুদ্ধিমত্তার কারণে জেলা সভাধিপতি, নিরাপত্তারক্ষী এবং তিনি নিজে প্রাণে বেঁচে যান।
চালক আরও জানান, যদি আমি গাড়িটি ঘুরিয়ে জঙ্গলে না নিতাম, তাহলে আমাদের সবাই এবং বিপরীত দিকের গাড়ির চালকও হয়তো প্রাণ হারাত। আমরা বিশাল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি।
ঘটনার পর জেলা সভাধিপতি ও নিরাপত্তারক্ষীরা বিশ্রামগঞ্জ থানায় পৌঁছে থানাকে বিষয়টি অবগত করেছেন। এই দুর্ঘটনা গোটা বিশ্রামগঞ্জ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে এত বড় দুর্ঘটনার পরেও জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশ্রামগঞ্জ জেলাশাসক অফিসের মিটিংয়ে যোগদান করেছেন।

