আগরতলা, ১৩ ডিসেম্বর: কিছুদিন পূর্বে দিল্লি-লখনউ এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজ্যের কৃতি এমবিবিএস শিক্ষার্থী ও আগরতলা রামনগর ১নং রোডের বাসিন্দা সপ্তর্ষি দাস অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আজ তাঁর বাড়িতে গিয়ে মৃত শিক্ষার্থীর মা-বাবার সঙ্গে দেখা করেন প্রতিমা ভৌমিক।
সেখানে তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ঈশ্বর তার আত্মাকে শান্তি প্রদান করুন এবং তার মা-বাবাকে এই শোক কাটিয়ে উঠার শক্তি প্রদান করুন। এদিন তিনি বলেন, সপ্তর্ষি দাস একজন মেধাবী এবং সৎচরিত্র শিক্ষার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যু স্থানীয় শিক্ষাবিদ, সহপাঠী ও পরিবারে গভীর শোকের সৃষ্টি করেছে।

