কৈলাসহর, ৯ ডিসেম্বর : কৈলাসহরে সরকারি কাজে টেন্ডারকে কেন্দ্র করে চলা মাফিয়ারাজ বন্ধের দাবিতে মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করল কৈলাসহর ব্লক যুব কংগ্রেস। কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে প্রথমে স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেয়। পরবর্তীতে বিক্ষোভকারীরা আবার মিছিল করে কৈলাসহর থানায় গিয়ে থানার ওসি-এর নিকটও ডেপুটেশন প্রদান করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজিত সিনহা,, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, নর সিংহ দাস, দ্বীপ সিনহা, কাপুর রাজ সিনহা সহ আরও অনেকে। কৈলাসহর যুব কংগ্রেসের পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে মূল দাবি, সরকারি টেন্ডার প্রক্রিয়ায় মাফিয়া হস্তক্ষেপ বন্ধ, টেন্ডারের সময় ঠিকাদারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রতিক হামলা-হুমকির ঘটনার নিরপেক্ষ তদন্ত।
ডেপুটেশন জমা দেওয়ার পর ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মো: বদরুজ্জামান জানান, কৈলাসহর বরাবরই শান্তি ও সম্প্রীতির শহর হিসেবে পরিচিত। তাঁর ভাষায়, কৈলাসহর সাংস্কৃতিক নগরী। এখানে কখনো রাজনৈতিক অশান্তি ছিল না। কিন্তু বর্তমানে টেন্ডারকে কেন্দ্র করে যে মাফিয়ারাজ শুরু হয়েছে, তা কৈলাসহরের শান্ত পরিবেশ নষ্ট করে দিচ্ছে।
মো: বদরুজ্জামান অভিযোগ করেন, কৈলাসহরের বিজেপির একাংশ এই অশান্তির জন্য দায়ী। তিনি জানান, অনলাইনে টেন্ডার আহ্বান করার পরই শহরে হামলা, মারামারি, পাল্টা আক্রমণের ঘটনা বেড়েছে। টেন্ডার পাওয়া ঠিকাদার ডিকল মানি জমা দিতে গেলে তাদের মারধর করা হচ্ছে। এমনকি ঠিকাদারদের বাড়িতে গিয়ে হামলার ঘটনাও ঘটছে।
তিনি সতর্ক করে বলেন, অবিলম্বে যদি এই মাফিয়ারাজ বন্ধ না হয়, তাহলে কংগ্রেস আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে।
কৈলাসহরের শান্তি নষ্ট হচ্ছে টেন্ডারকে কেন্দ্র করে। বিজেপির একাংশ এর সঙ্গে জড়িত। ঠিকাদারদের উপর হামলা হচ্ছে নিয়মিত। আমরা চাই অবিলম্বে এই মাফিয়া রাজ বন্ধ হোক। না হলে আরও কঠোর আন্দোলন হবে। কৈলাসহরের এই বিক্ষোভ মিছিল শহরে উত্তেজনা ছড়িয়ে দিলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাড়তি সতর্কতা নিয়েছে।

