রিকশা–বাইকের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু

আগরতলা, ৮ ডিসেম্বর : রিকশা–বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে রিকশাচালকের। আজ রাজধানীর পুরাতন আরএমএস চৌমুহনী এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণে রিকশাচালকের ভাই জানিয়েছেন, আজ সকালে মোটর লাগানো রিকশাটি বাইকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে তার ভাই টুটন দাস গুরুতর আহত হন এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। সে বিশালগড় এলাকার বাসিন্দা। দ্রুত গতিতে থাকার কারণে সে দূর্ঘটনার কবলে পড়ে। ট্রাফিক সিগনাল না মানাতেই এই বিপত্তি ঘটে বলে জানান তিনি।

Leave a Reply