শহীদ পরিবারের সহায়তায় আগরতলায় সপ্তাহব্যাপী ফান্ড সংগ্রহ অভিযানে এনসিসি ক্যাডেটরা

আগরতলা, ৮ ডিসেম্বর:ভারত মাতার রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া বীর সৈনিকদের পরিবারের সহায়তার লক্ষ্যে প্রতিবছর ৭ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী ফান্ড সংগ্রহ অভিযান শুরু হয়। সেই উপলক্ষে সোমবার আগরতলা শহরে ত্রিপুরা রাজ্য সৈনিক বোর্ডের সদস্যরা ও এনসিসি ক্যাডেটরা একযোগে ফান্ড সংগ্রহ করতে নামেন।

শহরের বিভিন্ন মোড়, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে তারা সাধারণ মানুষের নিকট থেকে স্বেচ্ছা অনুদান গ্রহণ করেন। মূলত শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিন বহু পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দান করেন। সৈনিক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী এই ফান্ড সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে এবং সংগৃহীত অর্থ শহীদ পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।

Leave a Reply