যাত্রাপুরে গাঁজা নিধন অভিযান—এক দিনে প্রায় এক লক্ষ গাছ ধ্বংস, বাহিনীর যৌথ তৎপরতায় ২১ প্লট সাফ

কাঠালিয়া, ৮ ডিসেম্বর: সোমবার যাত্রাপুর থানার অন্তর্গত দুটি পৃথক এলাকায় বৃহৎ পরিসরে গাঁজা বিরোধী অভিযান চালালো পুলিশ, বিএসএফ ও টিএসআর জওয়ানদের যৌথ বাহিনী। প্রায় দেড়শতাধিক জওয়ানকে সঙ্গে নিয়ে এই অভিযানের নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার ওসি সিটি কণ্ঠ বর্ধন। একুশটি প্লটে দাঁড়িয়ে থাকা প্রায় এক লক্ষের কাছাকাছি গাঁজা গাছ ধ্বংস করা হয় বলে জানা গেছে।

আজ সকাল ৭টা থেকে শুরু হয় অভিযান। প্রথমে বাহিনী পৌঁছায় থানার প্রায় ১২ কিলোমিটার পূর্বে জগৎরামপুর এডিসি ভিলেজের তৈছমা কলোনি সংলগ্ন জঙ্গলে। সেখানে ১১টি ফলন্ত গাঁজা বাগান একেবারে উপড়ে ফেলে জোয়ানরা। গাছগুলি কেটে এক জায়গায় জড়ো করে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। আশপাশের কিছু গ্রামবাসী দূর থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন।

প্রথম দফার অভিযান শেষে বাহিনী ফিরে আসে থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম কালীকৃষ্ণনগরের জঙ্গলে। কঠিন পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছে তারা সেখানে আরও দশটি ছোট-বড় প্লটে গাঁজা গাছ নিধন করে। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই অভিযান সম্পন্ন হওয়ার পর এলাকাজুড়ে মাদকবিরোধী এই পদক্ষেপের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ওসি সিটি কণ্ঠ বর্ধন জানান, গাঁজা চাষ রোধে যাত্রাপুর থানা ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। এটি ছিল থানার উদ্যোগে দ্বাদশতম বড় অভিযান। তিনি আরও জানান, ভবিষ্যতেও সুযোগ বুঝে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কর্তব্য পালনে বাহিনী যে দৃঢ়, সোমবারের অভিযানে তারই স্পষ্ট প্রতিচ্ছবি পাওয়া গেছে।

Leave a Reply