আগরতলা, ৭ ডিসেম্বর: নির্দিষ্ট খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বিএসএফ। পশ্চিম ত্রিপুরার মোহনপুর মহকুমার সিধাই থানার অন্তর্গত ডিগিয়াবাড়ি বিওপি-র জওয়ানরা আজ ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ৪৪ লক্ষ টাকা বলে জানা গেছে।
বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার, শালবাগান থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে মাদক পাচার সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য হাতে পেয়েই ডিগিয়াবাড়ি বিওপি-র জওয়ানরা বিশেষ অভিযান চালান। সেই অভিযানে সীমান্ত লাগোয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বড় পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
বিএসএফ জানিয়েছে, মাদক চোরাচালান রুখতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান বৃদ্ধি পাওয়ায় পাচারকারীরা চাপে পড়েছে বলে মনে করছেন নিরাপত্তা দপ্তরের আধিকারিকরা। মাদক দমন ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফ ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে বলে উল্লেখ করেছে বিএসএফ।

