লোকসভায় ‘বন্দে মাতরম’ বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর ভাষণকে ঐতিহাসিক বলে মন্তব্য বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের

নয়া দিল্লি, ৮ ডিসেম্বর : লোকসভায় ‘বন্দে মাতরম’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর মতে, প্রধানমন্ত্রী মোদীর আজকের ভাষণ একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে যা আগামী প্রজন্মকে প্রেরণা জোগাবে।

বিজেপি নেতারা কংগ্রেসের নেত্রী রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হওয়ার সময় রাহুল গান্ধী লোকসভায় উপস্থিত ছিলেন না।’’ সংসদের বাইরে আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেছেন, ‘‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কারণ ‘বন্দে মাতরম’ ভারতের ঐক্য এবং সংস্কৃতির প্রতীক।’’

সংসদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপি সাংসদ সম্বিত পাত্রা বলেছেন, ‘‘আজকের ভাষণে প্রধানমন্ত্রী মোদী ‘বন্দে মাতরম’-এর প্রতি কংগ্রেসের প্রতারণার মুখোশ খুলে দিয়েছেন।’’

Leave a Reply