যুব সমাজকে আত্মকেন্দ্রিকতার মানসিকতা ছেড়ে সমাজের জন্য কাজ করতে হবে: বিরোধী দলনেতা

আগরতলা, ৭ ডিসেম্বর: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জয়নগর মেলার মাঠ সপ্তম অঞ্চল সম্মেলন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনাল রাজ্য সম্পাদক নবারুণ দে সহ অন্যান্যরা। যুব সমাজকে আত্মকেন্দ্রিকতার মানসিকতা ছেড়ে সমাজের জন্য কাজ করার আহ্বান জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় আত্মকেন্দ্রিকতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। সে ক্ষেত্রে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রক্তদান শিবিরের মধ্য দিয়ে যে সামাজিক মূল্যবোধের পরিচয় দিচ্ছে তা প্রশংসার দাবি রাখে বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন প্রত্যেককেই আত্মকেন্দ্রিকতার মানসিকতা ত্যাগ করতে হবে।

সমাজে শুধু নিজের জন্য বাঁচতে চলবে না সমাজের অন্যের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে। সমষ্টিগত উন্নয়নী হল যুবসমাজের লক্ষ্য। এ ধরনের মানসিকতা নিয়ে আগামী দিনে আরো সামাজিক কাজে এগিয়ে আসতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতি আহ্বান জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে তাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা।

Leave a Reply