হারিয়ে যাওয়া ২৭টি মোবাইল উদ্ধার করল আগরতলা পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ৭ ডিসেম্বর: গত তিন মাসে হারিয়ে যাওয়া মোট ২৭টি মোবাইল ফোন উদ্ধার করতে সফল হলো আগরতলা পশ্চিম থানার পুলিশ। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে এই মোবাইল ফোনগুলি হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

এসপি নমিত পাঠক আরও জানান, উদ্ধার হওয়া ২৭টি মোবাইলের মধ্যে ২২টি মোবাইল ‘সিইআইআর’ (CEIR) পোর্টালের সাহায্যে ট্রেস করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে হারিয়ে যাওয়া মোবাইলগুলি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপারের মতে, সঠিক সময়ে অভিযোগ জানালে মোবাইল উদ্ধারের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। তাই এ ধরনের ঘটনার ক্ষেত্রে সাধারণ মানুষকে দ্রুত থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

Leave a Reply