দশমীঘাট এলাকার যুবকদের হাতে আক্রান্ত বটতলা বাজারের ব্যবসায়ী, থানায় দারস্থ

আগরতলা, ৬ ডিসেম্বর : দশমীঘাট এলাকার যুবকদের হাতে মারধরের শিকার হয়েছেন বটতলা বাজারের এক ব্যবসায়ী। মারধরের অভিযোগ এনে ওই ব্যবসায়ী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন।

ব্যবসায়ী সঞ্জীব দেবনাথ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, গতকাল রাতে তিনি এবং তাঁর বন্ধু নন্দু স্কুটি চেপে বটতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাঁদের বাড়ি জয়নগর এলাকায়। সেই সময় তাদেরকে আটকে চার-পাঁচজন দুষ্কৃতকারী অভিযোগ করেন যে, সঞ্জীব ও নন্দু নেশা সামগ্রী বিক্রি করে। এই অভিযোগের ভিত্তিতে তারা সঞ্জীব এবং নন্দুকে আক্রমণ করেন। আক্রমণে গুরুতর আহত হন সঞ্জীব ও নন্দু। পরিবারের সদস্যরা দ্রুত তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এ ঘটনায় সঞ্জীব দেবনাথ ও নন্দু আজ পশ্চিম থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

পশ্চিম থানার পুলিশ জানিয়েছে, তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply