আগরতলায় সিটি হাসপাতাল পরিদর্শন করলেন মেয়র, তিন মাসের মধ্যেই সম্পূর্ণ চালু হওয়ার আশ্বাস

আগরতলা, ৫ ডিসেম্বর: জ্যাকসন গেট এলাকায় নির্মীয়মাণ সিটি হাসপাতাল পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন নির্মাণকাজ ও পরিকাঠামো পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে মেয়র জানান, দ্রুত গতিতে কাজ চলছে এবং আগামি তিন মাসের মধ্যেই হাসপাতালটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। তিনি আরো বলেন, এটি চালু হলে আগরতলা শহর ও আশপাশের বাসিন্দারা আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন। পুর নিগমের পক্ষ থেকে কাজ তদারকি করা হচ্ছে।

Leave a Reply