আগরতলা, ৫ ডিসেম্বর: বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে মেলাঘর কলম ক্ষেত ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় একটি বাড়ির রান্নাঘরে। আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দমকল বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে—একাধিকবার ফোন করা সত্ত্বেও মেলাঘর ফায়ার স্টেশনের কর্মীরা ফোন রিসিভ করেননি বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দেখেই তারা দমকলকে ফোন করতে শুরু করেন। কিন্তু কয়েকবার ফোন করেও কোনও সাড়া পাননি। সময়মতো দমকল না পৌঁছানোয় আগুন আরও বেড়ে যায় এবং মুহূর্তের মধ্যে রান্নাঘরটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকল না আসায় শেষ পর্যন্ত এলাকাবাসীই আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে বাড়িটির রান্নাঘর এবং ভেতরের জিনিসপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঘটনায় দমকল বিভাগের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

