চুরাইবাড়িতে ভয়াবহ দুর্ঘটনা: ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম বহিঃরাজ্যের পাইপলাইন শ্রমিক, পলাতক চালক

আগরতলা, ৪ ডিসেম্বর: চুরাইবাড়ি থানা এলাকার সেলটেক্স বাইপাস সংলগ্ন অঞ্চলে গ্যাস পাইপ লাইনের কাজে নিযুক্ত এক বহিঃরাজ্যের শ্রমিক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটা নাগাদ। ডাম্পার গাড়ি ব্যাক করার সময় সজোরে ধাক্কা লাগায় গুরুতর জখম হন তিনি। পরে অবস্থার বেগতিক দেখে ডাম্পারটি ফেলে ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় গাড়ির চালক।

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, শিলচর থেকে আগরতলা গামী গ্যাস পাইপ লাইনের কাজ চলছিল ওই সময়। শ্রমিক শ্যাম দাস (৩৮), পিতা রামসুখিত দাস, বাড়ি বিহারের মধুবনী জেলার ভেলি গ্রামে, শিবশক্তি কনস্ট্রাকশনের অধীনে নিযুক্ত ছিলেন। সেই সময় দাঁড়িয়ে থাকা টিআর০১_এটি_১৮২১ নম্বরের ডাম্পারটি পেছনে যেতে গিয়ে সোজা তার উপর চড়ে বসে। চাকা কোমরের উপর দিয়ে উঠে গেলে তার কোমর ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ কদমতলা দমকলকে খবর দিলে দমকল কর্মীরা দ্রুত পৌঁছে প্রথমে আহত শ্রমিককে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচরে স্থানান্তরিত করা হয়। তার অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছেন সঙ্গে থাকা সহকর্মীরা।
এদিকে, ডাম্পারের চালক দুর্ঘটনার পর গাড়ি রেখে পালিয়ে যায়। চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Leave a Reply