সংসদে উত্তর পূর্বাঞ্চলের শিক্ষাবৃত্তি বৃদ্ধি ও কেন্দ্রীয় শেয়ার দাবি করলেন সাংসদ বিপ্লব দেব

আগরতলা, ৪ ডিসেম্বর: উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির স্বল্প রেভিনিউ আয়ের বিষয়টি সামনে তুলে ধরে প্রি ও পোস্ট মেট্রিক স্কলারশিপের সম্পূর্ণ অর্থ কেন্দ্রীয়ভাবে বহন করার দাবি সংসদে উত্থাপন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

তিনি জানান, উত্তর পূর্বাঞ্চলের জনজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ও সুবিধা বাড়াতে এই স্কিমের ১০০ শতাংশ ব্যয় কেন্দ্রের বহন করা জরুরি। বর্তমানে কেন্দ্র-রাজ্য যৌথ অংশীদারিত্বে এই স্কলারশিপ প্রদান করা হয়।

এছাড়াও সাংসদ বিপ্লব দেব ২০১৯-২০ অর্থ বছরের পর গত পাঁচ বছরে এই স্কলারশিপের অর্থরাশি পুনঃবিবেচনা করে তা বাড়ানোর কোনও পরিকল্পনা রয়েছে কি না—এই বিষয়ে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তার বক্তব্য, “উত্তর পূর্বাঞ্চলের আর্থিক সীমাবদ্ধতা ও প্রতিকূল ভৌগোলিক অবস্থার কারণে ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন। তাই স্কলারশিপে কেন্দ্রের সম্পূর্ণ শেয়ার ও অর্থরাশি বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জরুরি।”

এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম জানান, প্রি ও পোস্ট মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় সরকার ৭৫ শতাংশ বহন করে এবং বাকিটা রাজ্যসরকার বহন করে। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে ৯০ শতাংশ খরচ কেন্দ্রীয় সরকার বহন করে বাকি ১০ শতাংশ রাজ্য সরকার বহন করছে। এই ক্ষেত্রে এখনো সম্পূর্ণ খরচ কেন্দ্র সরকারের বহন করার বিষয়ে কোনো চিন্তা ভাবনা করে হয়নি।

এছাড়াও ২০১৯-২০ অর্থ বছরের পর গত পাঁচ বছরে এই স্কলারশিপের অর্থরাশি পুনঃবিবেচনা করার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এখনো স্কলারশিপের ক্ষেত্রে কোনো বকেয়া নেই। তবে নতুন অর্থরাশি পুনঃবিবেচনা করার বিষয়ে ভারত সরকার এখনো কোনো চিন্তাধারা করেনি।

Leave a Reply