মায়ের বকুনিতে অভিমান, অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৩ ডিসেম্বর : শ্রীনগর থানার মলয়নগর উপড়িয়ালুঙ্গা এলাকায় চরম মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক অভিমান থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রণব কুমার ঝা’র মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

পরিবারের সূত্রে জানা যায়, সামান্য বিষয়ে মা বকাঝকা করায় অভিমানে আত্মঘাতী হয়েছে প্রণব। গতকাল সন্ধ্যায় নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পরিবারের সদস্যরা রাতে তাঁকে ডাকতে গেলে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শোকাহত পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।