পৃথক রাজ্যের দাবিতে ১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে এনএফএনএস ও আইপিএফটির বিক্ষোভ

আগরতলা, ২ ডিসেম্বর : আগামী ১৫ ডিসেম্বরে পৃথক রাজ্য গঠন এবং ১২৫তম সংবিধান সংশোধনী বিল, ২০১৯-কে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাশ করার দাবিকে সামনে রেখে নেশন্যাল ফেডারেশন অফ নিউ স্টেট এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা -এর যৌথ উদ্যোগে নয়া দিল্লির যন্তর-মন্তরে একদিনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে আইপিএফটি জেনেরাল সেক্রেটারী স্বপন দেববর্মা।

এদিন তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে এনএফএনএস-এর প্রতিনিধি এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা থেকে আইপিএফটির পক্ষ থেকে প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, টিটিএ-এডিসি এলাকাকে ভিত্তি করে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠন ছাড়াও পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাশ করে ত্রিপুরা বিধানসভার মন্ত্রিপরিষদের সুপারিশ অনুযায়ী টিটিএ-এডিসিকে তিপ্রা টেরিটরিয়েল কাউন্সিল (TTC)-এ উন্নীত করার দাবি উত্থাপন করা হবে।

এছাড়া উত্তর-পূর্বের সব এডিসির এমডিসি ও সব এমএলএ-কে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট ডিসেম্বরের মধ্যেই চিঠি লিখে বিলটি পাশের অনুরোধ জানাতে আহ্বান করা হবে।

আইপিএফটির প্রতিটি ডিভিশন থেকে ন্যূনতম তিনজন প্রতিনিধি পাঠানোর নির্দেশ সংশ্লিষ্ট প্রেসিডেন্ট ও সেক্রেটারিদের দেওয়া হয়েছে। ট্রেন টিকিট বুকিং এবং যাতায়াত-সংক্রান্ত সকল প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএফটি ও যুব আইপিএফটির ট্রেজারারদের ওপর।
সমস্ত প্রতিনিধি ট্রেন টিকিট বুকিংয়ের জন্য সংশ্লিষ্ট ট্রেজারারদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই সিট-ইন ডেমোনস্ট্রেশনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ত্রিপুরা ও উত্তর-পূর্বে নতুন করে আলোচনার পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply