আগরতলা, ২ ডিসেম্বর: ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রটেকশন-এর উদ্যোগে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। মানবতা রক্ষার প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের নানামুখী সমস্যার পাশাপাশি তাঁদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।
সভায় সভাপতিত্ব করেন নিরঞ্জন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার বিশেষজ্ঞ ড. চন্দ্রশেখর কর। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শ্যামল চাকমা। উপস্থিত ছিলেন সহসভাপতি নয়ন জ্যোতি ত্রিপুরা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী বিপাংশু চাকমা সহ আরও অনেকে।
বক্তারা জানান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি হওয়ার বহু বছর পরেও বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভূমি দখল, নিরাপত্তাহীনতা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাবসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। তাঁদের মতে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মহলকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত অতিথিরা মানবতা রক্ষার লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন।

