আগরতলা, ২ ডিসেম্বর: গোপন খবরের ভিত্তিতে গভীররাতে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালালো পুলিশ। অভিযানে বিভিন্ন প্যাকেটে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে কৈলাসহর থানার পুলিশ। অভিযোগ বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রাখার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়েয়েছে।
কৈলাসহর বীরচন্দ্র নগর পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা নীলকান্ত সিনহা, পিতা প্রয়াত ভক্ত সিনহা, দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত বলে খবর যায় পুলিশে। এরই সূত্র ধরে সোমবার গভীররাতে কৈলাসহরের এসডিপিও আইপিএস রাঘুল এ-র নেতৃত্বে পুলিশ, মহিলা পুলিশ ও টিএসআর বাহিনী হানা দেয় ডলুগাঁও এলাকায় অবস্থিত তার বাড়িতে। স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে প্যাকেট বন্দী মোট সাত কেজি গাঁজা উদ্ধার করে।
ওই অভিযান টিমে এসডিপিও ছাড়াও ছিলেন ডিসিএম মোতীরঞ্জন দেববর্মা, ডিএসপি বিক্রম দেববর্মা সহ পুলিশ, মহিলা পুলিশ সহ টিএসআর। পরে অভিযুক্ত নীলকান্ত সিনহাকে এনডিপিএস ধারায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
———

