জলের দাবিতে কদমতলা-ধর্মনগর সড়ক অবরোধ স্থানীয়দের

আগরতলা, ৩০ নভেম্বর: পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করলো স্থানীয়রা। ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা -ধর্মনগর মূল সড়কের লোয়ার গেইট সংলগ্ন এলাকায়।

অবরোধকারীরা জানান, বিগত দুই মাস ধরে বিষ্ণুপুর ৪নং ওয়ার্ডে পানীয় জল নেই।ফলে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রসাশনীক স্তরেও জানিয়ে কোনো ফল হয় নি। এরই রবিবার ফলস্তূতিতে সকাল সাড়ে দশটা নাগাদ সড়ক অবরোধে বসেন ভূক্ত ভোগী গ্ৰামবাসীরা। অবরোধ কারীদের অধিকাংশই প্রমিলা বাহিনী। তাদের একটাই দাবি জল চাই।

এদিকে,পথ অবরোধের খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অবরোধ তুলার চেষ্টা করেও ব্যার্থ হয়।পরে ছূটে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ।
অপরদিকে, এই সড়ক অবরোধের ফলে পথ চলতি মানুষদের চরম ভুগান্তির শিকার হতে হয়। রাস্তার দুধারে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।