ভুবনেশ্বরে কেন্দ্রীয় বিদ্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা, আতঙ্কে এলাকাবাসী

ভুবনেশ্বর, ২৮ নভেম্বর : ভুবনেশ্বরের গাদাকানায় মঞ্চেশ্বর থানার অন্তর্গত কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে আজ একটি কাঁচা বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। তবে বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে বিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে। হঠাৎ বিস্ফোরণের শব্দে সাধারণ পথচারী ও স্কুলের আশপাশে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

প্রাথমিক তথ্যানুসারে, দুষ্কৃতীরা বোমাটি বহন করছিল এবং পালানোর সময়ই তা বিস্ফোরিত হয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, বোমাটি বৃহত্তর নাশকতা ঘটানোর উদ্দেশ্যে আনা হয়েছিল।

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মঞ্চেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রমাণ সংগ্রহ করছে। এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে দুষ্কৃতীদের শনাক্ত করার জন্য। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের পরিচয় উদ্‌ঘাটন ও তাদের উদ্দেশ্য জানতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply