ফ্রেডারিক এঙ্গেলসের ২০৬তম জন্মবার্ষিকী পালিত সিপিআইএম রাজ্যদপ্তরে

আগরতলা, ২৮ নভেম্বর: আজ মহান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ফ্রেডারিক এঙ্গেলসের ২০৬তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। সকালে দলীয় নেতৃত্বগণ এঙ্গেলসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা শংকর প্রসাদ দত্ত। তিনি ফ্রেডারিক এঙ্গেলসের জীবন, দর্শন ও সমাজ পরিবর্তনে তাঁর অবদানের ওপর বিস্তারিত আলোচনা করেন। শংকর প্রসাদ দত্ত বলেন, এঙ্গেলস শ্রমিক শ্রেণির মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর ভাবনা ও তত্ত্ব সংগ্রামী মানুষের পথ চলার প্রেরণা হিসেবে কাজ করে চলেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য, শ্রদ্ধা নিবেদন এবং আলোচনার মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষ হয়।

Leave a Reply