আগরতলা, ২৬ নভেম্বর: আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশকে ঘিরে জারি করা হল ট্রাফিক নির্দেশিকা। যানজট ও অসুবিধা এড়াতে আগরতলা ট্রাফিক পুলিশ যাত্রী ও পথচারীদের নির্ধারিত বিকল্প রুট ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
ট্রাফিক দফতর তরফ থেকে যাত্রীদের জন্য বিকল্প রুট দেওয়া হয়েছে। রুটগুলো হল, এডি নগর- ফ্লাইওভার- ফায়ার সার্ভিস চৌমুহনি- কের চৌমুহনি -শংকর চৌমুহনি – দুর্গা চৌমুহনি, এলবার্ট ক্লাব – মইলাখলা ক্রসিং – বড়জল ক্রসিং- ভোলাগিরি রোড / পঞ্চবতী ক্রসিং – এমবিবি এয়ারপোর্ট।
তাছাড়া, জিবিপি হাসপাতাল -জিবি/ইন্দ্রনগর রোড ক্রসিং – ইন্দ্রনগর ব্রিজ – ধলেশ্বর পোস্ট অফিস জয়গুরু ক্রসিং – মাতার চৌমুহনি -ওল্ড মোটর স্ট্যান্ড – ব্যাংক চৌমুহনি -এইচজিবি রোড – ফ্লাইওভার – এডি নগর -হাপনিয়া। তেমনি, জিবিপি হাসপাতাল – এসডিও চৌমুহনি ডন বস্কো স্কুল – বানিক্য চৌমুহনি -খয়েরপুর ক্রসিং।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, জনসভা চলাকালীন উক্ত এলাকাগুলোতে গাড়ির চাপ বৃদ্ধি পেতে পারে। তাই নাগরিকদের আগাম যাত্রা পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।

