আগরতলা, ২৫ নভেম্বর: পশ্চিম নোয়াবাদী এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অমিত সরকার নামে এক যুবক। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলেও যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে উত্তাল স্থানীয় বাসিন্দারা। এরপর এদিন রাজ্য কাপালি সমাজের পক্ষ থেকে পশ্চিম জেলা এসপির কাছে ডেপুটেশন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর রাত প্রায় ১১টা নাগাদ ভিগোরাস ক্লাব থেকে পশ্চিম নোয়াবাদী দিয়ে ফেরার সময় মিঠু রায়ের বাড়ির সামনে রাস্তার মাঝখানে সাদা রঙের একটি টিআর০১বিকে০৪৫১ নম্বরের একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় অমিত সরকারের। দেখা যায়, গাড়ি থেকে কিছু জিনিস বাড়ির ভিতরে নেওয়া হচ্ছে। রাস্তা আটকে থাকার কারণে তিনি গাড়িটি সাইডে রাখতে অনুরোধ করলে মিঠু রায় সহ তিন থেকে চারজন দুষ্কৃতী মিলে অমিতের উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে বুধজংনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কোনো রকম ব্যবস্থা না নিয়েই গাড়িটিকে ছেড়ে দেয় বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মিঠু রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসামাজিক কাজ, এমনকি দেহ ব্যবসা চলে আসছে। এলাকায় সন্ধ্যা নামলেই নেশাজাত দ্রব্য এবং বখাটেদের উপদ্রব বেড়ে যায়। এসব বিষয়ে অভিযোগ করেও পুলিশের হালফিলা কোনো উদ্যোগ দেখা যায়নি।
এই পরিস্থিতিতে মঙ্গলবার ত্রিপুরা রাজ্য কাপালি সমাজের সভাপতি অসীম সরকারের নেতৃত্বে এক প্রতিনিধিদল পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে। এসপি অভিযোগগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকায় নিয়মিত টহল চালানোর আশ্বাস দেন। পাশাপাশি অমিত সরকারের উপর হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

