আগরতলা, ২৪ নভেম্বর: গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে নেশা কারবারে যুক্ত এক মহিলাকে আটক করল পশ্চিম থানার পুলিশ। ধৃত মহিলার নাম মাধুরী দেববর্মা। তার কাছ থেকে মোট ৯ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই রামনগর সংলগ্ন এলাকায় মাধুরী দেববর্মা নেশা ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ ছিল। গোপন নজরদারির পর সোমবার রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আজ ধৃত মহিলাকে আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তার পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পশ্চিম থানার ওসি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নেশা কারবারের সঙ্গে যুক্ত আরও কারা রয়েছে, তা জানতেই জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং বৃহত্তর চক্রকে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।

