আগরতলা, ২৪ নভেম্বর: রাজ্য সরকারের নতুন নোটিফিকেশন জারির পর চাকরি হারানো তিন কমিউনিটি হেলথ গাইড সোমবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কান্নায় ভেঙে পড়েন। “মুখ্যমন্ত্রী আমাদের বাঁচান”—এই আকুতি জানিয়ে তাঁরা ছাঁটাইয়ের নোটিশ হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা করেন।
জানা গেছে, দীর্ঘ বছর ধরে ওই তিন প্রবীণা মহিলা কমিউনিটি হেলথ গাইড হিসেবে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে কাজ করে আসছিলেন। সম্প্রতি সরকার নোটিফিকেশন জারি করে জানিয়েছে, ১ নভেম্বর থেকে ৬০ বছর উত্তীর্ণ সকল কমিউনিটি হেলথ গাইডকে ছাঁটাই করা হবে। সেই নির্দেশেই চাকরি হারিয়েছেন এই তিনজন।
হঠাৎ কর্মহীন হয়ে পড়ে তাঁদের জীবিকা অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তাঁদের প্রশ্ন— “ এই বয়সে আজ অসুস্থ হলে যে ওষুধের প্রয়োজন হয়, সেই টাকার জোগান আমরা পাব কোথায়? সংসার চালানো, দায়িত্ব সামলানো তো দূরের কথা—এখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।” মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও তাঁরা সফল হননি। হতাশা ও অসহায়তা থেকে তারা বলে উঠেন, এখন আমাদের সামনে মৃত্যু ছাড়া কোনো পথ নেই।
এদিন ঘটনাস্থলে পৌঁছে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ তাঁদের আশ্বস্ত করেন যে বিষয়টি সরকারের নজরে আনা হবে। পাশাপাশি তিনি নিজ উদ্যোগে তিন প্রবীণা মহিলাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

