নাবালিকা অপহরণ কাণ্ডে বাবা–ছেলে গ্রেফতার

আগরতলা, ২৪ নভেম্বর : সোনামুড়া থানা এলাকায় নাবালিকা অপহরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাবা–ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সোনামুড়া থানা এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের হয়। তদন্তে নামেই অভিযুক্তদের খোঁজ মিললে, খেদাবাড়ি এলাকার বাসিন্দা রানা দাস এবং তার বাবা সুমন্ত দাসকে রবিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, পরিকল্পিতভাবে নাবালিকাকে বাড়ি থেকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সোনামুড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে অপহরণসহ প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।