বটতলা বাজার সংলগ্ন জয়নগর এলাকা থেকে বিপুল মাদকসহ যুবক আটক

আগরতলা, ২৩ নভেম্বর: বটতলা বাজার সংলগ্ন জয়নগর এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। বিশেষ একটি টিম অভিযান চালিয়ে সুমন দাস নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯ গ্রাম হিরোইন ও ৩৫০টি ইয়াবা ট্যাবলেট।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম থানার বিশেষ দলটি এলাকায় নজরদারি বাড়ায়। এরপরই অভিযানে ধরা পড়ে অভিযুক্ত সুমন দাস। মাদক ব্যবসার সঙ্গে তার আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আটক যুবককে আজ আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে মাদকচক্রে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।