হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে হারাধন সংঘ পার্কে ডায়াবেটিস পরীক্ষার বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

আগরতলা, ২৩ নভেম্বর:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ত্রিপুরাজুড়ে জনস্বাস্থ্য সচেতনতা বাড়াতে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ১৪ দিনের ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি। ১৪ই নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন রাজ্যের শহর থেকে গ্রামাঞ্চল—বিভিন্ন এলাকায় প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য শিবির।
উদ্যোগের অংশ হিসেবে আজ আগরতলার হারাধন সংঘ পার্কে একটি বৃহৎ ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড় দেখা যায় ক্যাম্পে। প্রায় শতাধিক ব্যক্তি বিনামূল্যে রক্তে সুগার পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেন। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার স্বেচ্ছাসেবীরা পরিষেবা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার প্রতিষ্ঠাতা ডাঃ প্রদীপ ভৌমিক, সংস্থার অন্যান্য দায়িত্বশীল আধিকারিক ও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। ডাঃ ভৌমিক তাঁর বক্তব্যে ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রকোপ, নিয়ন্ত্রণের উপায় ও প্রতিরোধমূলক সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ডায়াবেটিস কেবল একদিনের সচেতনতার বিষয় নয়, প্রত্যেক মানুষের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনই এই নীরব ঘাতক রোগ থেকে সুরক্ষা দিতে পারে।
তিনি অংশগ্রহণকারীদের রক্তে সুগার নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেন এবং রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শমতো ওষুধ গ্রহণ, হাঁটাচলা এবং ওজন নিয়ন্ত্রণের গুরুত্ব ব্যাখ্যা করেন। ক্যাম্পে ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ, লিভার ফাংশন ও সাধারণ স্বাস্থ্য সম্পর্কে তাৎক্ষণিক সচেতনতা বার্তাও প্রদান করা হয়।