পরিচয় অটুট রেখে উত্তর–পূর্বকে এক কণ্ঠে কথা বলাতে চাই : প্রদ্যোত

আগরতলা, ২২ নভেম্বর : পরিচয় অটুট রেখে উত্তর–পূর্বকে এক কণ্ঠে কথা বলাতে চাই। এখন সময় এসেছে সব কণ্ঠকে একত্রিত করে দিল্লিতে আওয়াজ তোলার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দের্ববমণ।

এদিন তিনি বলেন, উত্তর–পূর্ব ভারতের তরুণ প্রজন্মের নেতারা দীর্ঘদিন ধরে একই ইস্যু ও উদ্বেগের কথা বললেও তা এসেছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। এখন সময় এসেছে এই সব কণ্ঠকে একত্রিত করে আমাদের মানুষের জন্য এক শক্তিশালী যৌথ কণ্ঠ তৈরি করার।

তিনি আরও বলেন, এই ফ্রন্ট শুধু উত্তর-পূর্বাঞ্চলে বসবাসকারী মানুষের প্রতিনিধিত্ব করবে না, ভারতের অন্যান্য প্রান্তে বসবাসকারী উত্তর-পূর্বের নাগরিকদের পক্ষেও কথা বলবে, যাঁরা প্রায়ই বৈষম্যের শিকার হন। তাঁরা সবাই একত্রে মিলে অধিকার আদায়ের লক্ষ্যে দিল্লিতে আওয়াজ তুলবে।