মেলাঘর, ২২ নভেম্বর: পরিচয় গোপন, বিবাহ ও পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন বানিয়াছড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ সকালে মেলাঘর থানার পুলিশ এক পুরুষ ও এক মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশালগড় রাউতখলার বাসিন্দা জামাল হোসেন (নাম স্থানীয়দের বর্ণনা অনুযায়ী) আগেই সোমা দেবনাথ নামে এক মহিলাকে বিয়ে করেন এবং তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে সম্পর্কের টানাপড়েন ও পারিবারিক বিবাদের প্রেক্ষিতে ওই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয় বলে অভিযোগ।
অন্যদিকে, জামাল হোসেন বিশালগড় বাইপাসের একটি হোটেলের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে কর্মরত বুলটি নামের (স্থানীয়দের দাবি অনুযায়ী) এক মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ উঠে। প্রায় নয় মাস আগে দু’জন মেলাঘর থানার অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে থাকছিলেন বলে জানা যায়।
আজ সকালে জামাল হোসেনের স্ত্রী সোমা দেবনাথ স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই বাড়িতে যান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মেলাঘর থানাকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের ভিত্তিতে দু’জনকে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে বানিয়াছড়া এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত শুরু করেছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

