পুলিশ–বিএসএফের যৌথ অভিযানে ধ্বংস ৫,৫০০ গাঁজা গাছ

আগরতলা, ২২ নভেম্বর : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্য বক্সনগর এলাকার বনঘেরা টিলা অঞ্চলে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়েছে। সকাল ১১টা ০৫ মিনিট থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন কলমচেরা থানার ওসি, সঙ্গে ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, কর্মীরা ও টিএসআর-এর পুরুষ ও মহিলা সদস্যরা। অভিযানে অংশ নেন বিএসএফ ৬৯ ব্যাটালিয়নের বক্সানগর বিওপি-র এ/সি রাজন কুমার ও তার দলও।

অভিযানে মোট চারটি পৃথক প্লটে থাকা প্রায় ৫,৫০০ গাঁজা গাছ শনাক্ত করা হয় এবং সেগুলি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

পুলিশ জানিয়েছে, এ ধরনের অবৈধ চাষের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।