বেঙ্গল এসআইআর: প্রায় ২৬ শতাংশ গণনাপত্র ডিজিটাইজেশন সম্পন্ন

কলকাতা, ২১ নভেম্বর: পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনরীক্ষণ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের গণনাপত্র ডিজিটাইজেশন কাজ সন্তোষজনক গতিতে এগোচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যে ইতিমধ্যেই প্রায় ২৬ শতাংশ ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১.৯৫ কোটি গণনাপত্র ডিজিটাইজ করা হয়েছে, যা ইতিমধ্যেই ভোটারদের মধ্যে বিতরণ হওয়া ৭,৬৪,১১,৯৮৩টি ফর্মের ২৫.৫ শতাংশ।

অক্টোবর ২৭-এ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। অর্থাৎ এখনও ২,২৫,৫৪৬টি গণনাপত্র বিতরণ বাকি রয়েছে।

সিও দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন কমিশন প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ করার পর থেকেই বিএলও–দের মাধ্যমে ডিজিটাইজেশন প্রক্রিয়া গতি পেয়েছে। প্রতিটি বুথ–লেভেল অফিসারকে প্রতিদিন সংগ্রহ করা ১৫০টি গণনাপত্র কমিশনের বিশেষ অ্যাপে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বরে শেষের মধ্যে পুরো ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যেই এই দৈনিক কোটা নির্ধারণ করা হয়েছে।

কর্মকর্তা আরও জানান, ডিজিটাইজেশন কাজকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে কমিশন। বৃহস্পতিবারই কলকাতার সাতজন বিএলও –কে ধীরগতির কাজের জন্য শোকজ নোটিস দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসেই আটজন বিএলও –কে শোকজ নোটিস পাঠানো হয় গণনাপত্র বিতরণের নিয়ম ভঙ্গ করে নির্দিষ্ট জায়গা থেকে শর্টকাট পদ্ধতিতে ফর্ম দেওয়ার অভিযোগে। কমিশনের নিয়ম অনুযায়ী, বিএলও –দের এই ফর্মগুলি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দিতে হয়।

এছাড়া, আটজন বুথ–লেভেল এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, যারা নাকি বিএলও–দের কাজকর্মে হস্তক্ষেপ করেছেন এবং নিজেরাই গণনাপত্র সংগ্রহ করে বিতরণ করার চেষ্টা করেছেন। অভিযুক্তরা সকলেই শাসক তৃণমূল কংগ্রেস–ঘনিষ্ঠ বলে জানা গেছে।