বাজারে নেই জল ও শৌচালয়, বিপাকে খোয়াই চেবরী বাজারের ক্রেতা বিক্রেতারা

আগরতলা, ১৯ নভেম্বর : চেবরী বাজারে পানীয় জল ও শৌচালয়ের চরম সংকট নিয়ে ক্রেতা–বিক্রেতা সহ সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। বাজারসংলগ্ন লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত শৌচালয়টি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে থাকলেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা শৌচালয়টি কার্যত অকেজো হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিধায়ক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার উন্নয়ন ও সুবিধা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টা চালালেও রক্ষণাবেক্ষণে দায়িত্বে থাকা পশ্চিম চেবরী গ্রাম পঞ্চায়েত ও বাজার কমিটির উদাসীনতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। চেবরী মৎস্য বাজার সংলগ্ন শৌচালয়টি বহুদিন ধরেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। বাথরুমের অভাবে বাজারে আসা ক্রেতা, যাত্রী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্যবসায়ী সংগঠনের সদস্যরা জানান, বিষয়টি বহুবার পঞ্চায়েতের দৃষ্টিতে আনা হলেও এখনো কোনো কার্যকরী ব্যবস্থা গৃহীত হয়নি। ফলে বাধ্য হয়ে তারা প্রশাসনের কাছে এই জরাজীর্ণ শৌচালয়টি দ্রুত সংস্কার এবং বাজারে পানীয় জলের স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন।

স্থানীয় জনগণের আশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং চেবরী বাজারের এই নাজুক সমস্যা শীঘ্রই সমাধান হবে।