সাব্রুমে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে কর্মসংস্কৃতির অবনতি, নির্ধারিত সময়ে অফিস না খোলার অভিযোগ

আগরতলা, ১৯ নভেম্বর : সাব্রুম মহকুমায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের কর্মসংস্কৃতি নিয়ে ফের উঠল প্রশ্ন। অভিযোগ, নির্ধারিত সময়ে অফিস খোলা হয় না। বুধবার সকালেও দপ্তরের প্রধান ফটক দীর্ঘক্ষণ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

স্থানীয়দের দাবি, সকাল ১০টার আগে অফিস খোলার কথা থাকলেও আজ ১০টা ৪০ মিনিটে এক গ্রুপ-ডি কর্মীকে এসে তালা খুলতে দেখা যায়। ঘটনার সময় সাধারণ মানুষ ও পরিষেবা-প্রার্থী কয়েকজনকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

অফিস সময়ে এমন অনিয়ম নিয়ে দপ্তরের কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই বলেই অভিযোগ। বহুদিন ধরেই দপ্তরে কর্মীদের অনুপস্থিতি, দেরিতে আসা এবং দায়িত্ব পালনে উদাসীনতার অভিযোগ উঠছে।

স্থানীয়দের দাবি, দপ্তরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং সরকারি পরিষেবা পেতে মানুষের ভোগান্তি বাড়ছে। দ্রুত কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।