দুই দিনব্যাপী ন্যাচারাল ফার্মিং ও পিজিএস সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হল আজ

আগরতলা, ১৮ নভেম্বর:
রিজিওনাল সেন্টার ফর অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ফার্মিং ইম্ফলের ও স্টেট অ্যাগ্রিকালচার রিসার্চ স্টেশনের উদ্যোগে আজ থেকে স্টেট অ্যাগ্রিকালচার রিসার্চ স্টেশনের কনফারেন্স হলে দুই দিনব্যাপী ন্যাচারাল ফার্মিং ও পিজিএস সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর অব অ্যাগ্রিকালচার (রিসার্চ) ডাঃ উত্তম সাহা এবং রিজিওনাল সেন্টার ফর অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ফার্মিং ইম্ফলের রিজিওনাল ডিরেক্টর ড. ভি. ওয়াই. দিওঘারে।

দুইদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় ন্যাচারাল ফার্মিং-এর উদ্দেশ্য, নীতি, সুবিধা, পিজিএস সার্টিফিকেশন প্রক্রিয়া, মাটির স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, ঐতিহ্যবাহী কৃষিজ্ঞান, বীজ সংরক্ষণ, বিপণন, প্রক্রিয়াকরণ, বায়ো-ইনপুট প্রস্তুতকরণ এবং কীট ও রোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় উপস্থিত আধিকারিকরা সুস্থায়ী কৃষি উৎপাদন ও ন্যাচারাল ফার্মিং-এর প্রসার ঘটাতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন।