কমলপুর, ১৮ নভেম্বর: মঙ্গলবার কমলপুর মহকুমার কচুছড়া থানার অন্তর্গত চানকাপ গ্রামে কৃষ্ণ চন্দ্র দাসের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় তাঁর বাড়ির তিনটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বাড়ির মালিক কৃষ্ণ চন্দ্র দাস জানান, ঘটনার সময় তিনি তাঁর ছেলেকে নিয়ে ধানের জমিতে ধান কাটতে গিয়েছিলেন। সেই সময় আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে এলেও আর কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয়রা দ্রুত সালেমা ফায়ার সার্ভিসে খবর দেন।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পার্শ্ববর্তী বাড়িগুলোকে রক্ষা করতে সক্ষম হন।
ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকার বেশি বলে জানিয়েছেন কৃষ্ণ চন্দ্র দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

