আগরতলা, ১৮ নভেম্বর: রাজ্যে মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করলো আসাম রাইফেলস। আসাম রাইফেলস (ইস্ট) ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে আগরতলা শহরের কেন্দ্রে থেকে উদ্ধার হলো উচ্চমানের ৮০০ গ্রাম কোকেন। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানা গেছে, যা সাম্প্রতিক সময়ে উত্তর-পূর্বাঞ্চলে অন্যতম বড় কোকেন জব্দের ঘটনা। ১৭ নভেম্বর রাজধানীর বুকে এক অভিযানে এই মাদক সামগ্রীগুলি উদ্ধার হয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুইজন মাদক পাচারকারীকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসাম রাইফেলস জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আসাম রাইফেলস সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা এ-ও জানায় যে, যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করা এবং অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অঙ্গীকার।

