বিহারে এনডিএর বিপুল জয়ের মাঝেও মুখ্যমন্ত্রী নিয়ে ধোঁয়াশা! বিজেপির মহাসচিবের ইঙ্গিতে জল্পনা

পাটনা, ১৪ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ প্রচণ্ড জয়ের দিকে এগোচ্ছে। ২০০–র বেশি আসনে এগিয়ে থেকে জোটে উৎসবের আমেজ। বিজেপি হোক বা জেডিইউ, উভয় শিবিরেই খুশির ঢেউ বইছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো অমীমাংসিত। কে হবেন নতুন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের উত্তর স্পষ্ট না হলেও বিজেপির মহাসচিব বিনোদ তাওড়ের বক্তব্য পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে।

তাওড়ে জানান, আমরা নীতীশ কুমারের নেতৃত্বে নির্বাচন লড়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন, এই সিদ্ধান্ত এনডিএর পাঁচটি শরিক দল একসঙ্গে বসেই নেবে। এনডিএ জোটে রয়েছে বিজেপি, জেডি(ইউ), জিতন রাম মাঝির দল ‘হম’, উপেন্দ্র কুশবাহার দল আরএমএল, চিরাগ পাসোয়ানের এলজেকেপি। তাওড়ের এই বক্তব্যে নীতীশ কুমারের ভবিষ্যৎ নিয়ে জোটের অভ্যন্তরে নতুন জল্পনা তৈরি হয়েছে।

বিহারে এনডিএর ‘সুনামি’ আছড়ে পড়েছে। চমকে দেওয়া পরিসংখ্যানে দুপুর সাড়ে তিনটার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি ৯৪ আসনে, জেডি(ইউ) ৮৪ আসনে, আরজেডি ২৫ আসনে, এলজেপি(আর) ১৯ আসনে, এআইএমআইএম ৬ আসনে, এইচএএম ৫ আসনে, আরএমএল ৪ আসনে এবং অন্যান্য ৬ আসনে এগিয়ে রয়েছে।

এই ফলাফলে স্পষ্ট, বিহারের রাজনৈতিক ইতিহাসে এটি বিজেপির এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স। ২০১০ সালে দলের ৯১ আসনের রেকর্ড এবার ভেঙে যাবে বলেই মনে হচ্ছে।

ফলাফলের প্রবণতা বলছে, বিহারে বিজেপিই সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসছে। মুখ্যমন্ত্রী পদ প্রসঙ্গে এনডিএ আগে থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। যদিও চিরাগ পাসোয়ান ও জিতন রাম মাঝি স্পষ্ট জানিয়েছিলেন, নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। এখন প্রশ্ন হল নীতীশ কুমার কি ১০ম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন? ইতিমধ্যেই তিনি ৯ বার এই দায়িত্ব সামলেছেন। এনডিএর শীর্ষ নেতৃত্বের বৈঠকের পরই চূড়ান্ত নাম ঘোষণা হবে। আপাতত বিহারের রাজনীতি তাকিয়ে আছে সেই মুহূর্তের দিকে।