আগরতলা, ১৪ নভেম্বর:
বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় ঘোষণার পর শুক্রবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে দেখা গেল ব্যাপক বিজয় উল্লাস। এদিন দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় দলীয় কার্যালয়ে। ঢাক-ঢোলের তালে তালে কর্মীদের নাচ, মিষ্টি বিতরণ এবং একে অপরকে অভিনন্দনের মধ্য দিয়ে বিজয়ের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার উপস্থিতিতে এক বিজয় মিছিল এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
বিজয় উপলক্ষে প্রদেশ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, বিহারের মানুষ স্পষ্ট বার্তা দিয়েছেন—তারা আর জঙ্গলরাজে ফিরতে চান না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, তারই প্রতি আস্থা রেখেছেন বিহারের জনগণ।
বিহারের ফলাফলকে কেন্দ্র করে বিরোধী মহাজোটকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। পাপিয়া দত্ত বলেন, এই ফলাফল মহাজোটের সামনে বড় প্রশ্ন তৈরি করেছে—তারা কি আগামী দিনেও রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে এগোতে পারবেন? আর মাত্র পাঁচটি নির্বাচনে হারলেই পরাজয়ের ওয়ার্ল্ড রেকর্ড করবেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই ৯৫টি নির্বাচনে তিনি ব্যর্থ হয়েছেন, আরও পাঁচটি হারলে পরাজয়ের সেঞ্চুরি পূর্ণ হবে।
তিনি বিহারের জনগণসহ দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই জয় বিজেপির কাছে “অকল্পনীয় ও অভাবনীয়”—যা আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।
বিজয়ের মাঝে প্রদেশ কার্যালয়ের বাইরে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা হাতে উল্লাসে মেতে ওঠেন সকলে। মিষ্টিমুখ করে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় বিজয় মিছিল।

