বিহারের জয় নিশ্চিত ছিল, এবার বাংলা মুক্তি হলে ভারতের চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ নভেম্বর: বিহারের জয় নিশ্চিত ছিল। আগে থেকেই জানা ছিল বিহারের জনগণ এনডিএ জোটের পক্ষে তাদের রায় দেবেন। এবার বাংলার সময়। বাংলা মুক্তি পেলেই গোটা ভারতের চেহারা বদলে যাবে। আজ বিহার নির্বাচনের ফলাফল সম্পর্কে নিজ প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

তিনি বলেন, বিহারের চম্পারণে তিনি নির্বাচনী প্রচারে গেছিলেন। সেখানে তিনটি বিধানসভা এলাকায় প্রচার করেছেন তিনি। সেই তিনটি বিধানসভাতেই এগিয়ে রয়েছে এনডিএ। তিনি প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ কেন্দ্রীয় নেতৃত্বদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, বিহারের এই ফলাফল নিশ্চিত ছিল। লালু প্রসাদের বিহারে কাজের পরিপ্রেক্ষিতে সেখানে পুনরায় ফিরে আসা অসম্ভব। এধরনের গুন্ডামির পর সেখানে কোনোভাবেই তাকে জনগণ মেনে নেবে না। তাই বিহারে এনডিএ জোটের জয় নিশ্চিত ছিল।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন সময় বাংলার। এবার বাংলাকে মুক্ত করা হলে গোটা ভারতের চেহারা বদলে যাবে বলে দাবি করেন তিনি।