বিহার নির্বাচনের ফলাফল মহাগঠবন্ধনের জন্য বড় ধাক্কা : সিপিএম

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : বিহার নির্বাচনের ফলাফল মহাগঠবন্ধনের জন্য বড় ধাক্কা, এক বিবৃতিতে এ-কথা বলেছে সিপিএম পলিট ব্যুরো।

সিপিআই(এম) দাবি করেছে, এনডিএ রাজ্য প্রশাসনকে পূর্ণভাবে কাজে লাগিয়েছে, নানা কারচুপি করেছে এবং বিপুল অর্থব্যয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে নিয়ন্ত্রণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ এনডিএ নেতাদের সাম্প্রদায়িক ও জাতিভিত্তিক বিভাজনমূলক বক্তব্যকে কর্পোরেট গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করেছে। এই প্রচার মানুষের প্রকৃত সমস্যার আলোচনা থেকে মনোযোগ সরিয়ে দিয়েছে, যা মহাগঠবন্ধনের পক্ষে বড় বাধা হয়ে দাঁড়ায়।

সিপিআই(এম)–এর মতে, বিহার নির্বাচন দেখিয়ে দিয়েছে, বিজেপিকে পরাস্ত করতে বিরোধী শক্তির আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা জরুরি। পলিট ব্যুরো জানিয়েছে, তারা নির্বাচনের ফলাফলের পেছনের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করবে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিহারের জনগণ যারা সিপিআই(এম)–এর প্রার্থীদের ও অন্যান্য বিরোধী প্রার্থীদের ভোট দিয়েছেন, আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। সিপিআই(এম) আরও আশ্বাস দিয়েছে, আমরা নিপীড়িত ও শোষিত মানুষের অধিকার রক্ষার আন্দোলন অব্যাহত রাখব।