অভয়নগরে বাঙালি দম্পতির উপর হামলার প্রতিবাদে থানায় ডেপুটেশন আমরা বাঙালির, অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

আগরতলা, ১২ নভেম্বর: গত ৯ নভেম্বর অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় এক বাঙালি দম্পতির উপর নৃশংস হামলার ঘটনার প্রতিবাদে আমরা বাঙালির তরফ থেকে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে। তাঁদের দাবি, অতিসত্বর দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানিয়েছেন, অভয়নগর বাজার এলাকার এক বাঙালি পরিবারের বাড়ির নিকটে রাতের বেলা কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি চলছিল। বাড়িতে অসুস্থ রোগী থাকায় গৃহকর্তা বিষয়টি নিয়ে অনুরোধ জানাতে বাইরে আসলে, উপস্থিত কিছু লোক হঠাৎ তাঁর উপর হামলা চালায়। গৃহকর্তাকে বাঁচাতে তাঁর স্ত্রী এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকেও আক্রমণ করে এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এতে দম্পতি দুজনেই গুরুতরভাবে আহত হন। পরবর্তীতে আহত স্বামী-স্ত্রী চিকিৎসার জন্য জিবি হাসপাতালে যান, যেখানে গৃহকর্ত্রীকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। হামলাকারীরা পালানোর আগে গৃহকর্ত্রীর গলার প্রায় নয় ভরি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে প্রায় ২০-২৫ জন দুষ্কৃতকারী বাইক ও গাড়ি নিয়ে ওই বাড়িতে হামলা চালায় এবং দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারীরা জনজাতি সম্প্রদায়ের এবং একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। আক্রান্ত অভিজিৎ সেনগুপ্ত এই ঘটনায় পূর্ব মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনায় বাঙালি সমাজ ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। সেগুলো, শহরের প্রতিটি রাস্তায় কার্যকর সিসি ক্যামেরা স্থাপন ও অকেজো ক্যামেরা দ্রুত মেরামত। অভিজিৎ সেনগুপ্তের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির ব্যবস্থা করা, গৃহকর্ত্রীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব সরকারের নেওয়া, স্পর্শকাতর এলাকায় রাতের পুলিশ টহল জোরদার এবং আগরতলা শহরের শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

বাঙালি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে।