নয়াদিল্লি, ১২ নভেম্বর : পাকিস্তানের ইসলামাবাদ ও ওয়ানায় সন্ত্রাসী হামলার পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের প্রতি অমূলক এবং ভিত্তিহীন অভিযোগ তুললে ভারত তা নাকচ করেছে। তিনি কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য ভারতকে দায়ী করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জৈশওয়াল এক বিবৃতিতে বলেন, “ভারত স্পষ্টভাবে এই অমূলক এবং ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাখ্যান করছে যা পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে আনা হয়েছে। এটি পাকিস্তানের একটি পূর্বপরিকল্পিত কৌশল, যার মাধ্যমে তারা ভারত বিরুদ্ধে মিথ্যা গল্প রচনা করছে, যাতে তাদের নিজেদের জনগণের নজর অন্যদিকে ঘুরানো যায়, বিশেষ করে দেশের ভেতরে চলমান সামরিক প্রভাবিত সাংবিধানিক অব্যবস্থাপনা এবং ক্ষমতার অপসারণের সংকট থেকে।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবতা জানে এবং পাকিস্তানের এই হতাশাজনক বিভ্রান্তি চেষ্টায় বিভ্রান্ত হবে না।”
মঙ্গলবার ইসলামাবাদে গ-১১ এলাকা থেকে একটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। বিস্ফোরণটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে ঘটে। এর মধ্যে ছিল ইন্টার-পার্লামেন্টারি স্পীকারস কনফারেন্স, ৬ষ্ঠ মার্গাল্লা ডায়ালগ, এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে একটি ক্রিকেট ম্যাচ।
এই সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে দায়ী করে শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন, তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

