২৪ ঘন্টার মধ্যেই বিলোনিয়া থানার সাফল্য, চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ নভেম্বর:
বিলোনিয়া থানার পুলিশের বড়সড় সাফল্য। চুরির ঘটনা থানায় লিপিবদ্ধ হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ। উদ্ধারকৃত সামগ্রীর বাজারমূল্য আনুমানিক সাড়ে সাত লক্ষ টাকারও বেশি।

অভিযোগকারী তথা চুরি হওয়া বাড়ির মালিক বেনু মল্ল ও তাঁর স্ত্রী পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের বাড়ি বিলোনিয়া থানাধীন মতাই ভূমিহীন কলোনি এলাকায় অবস্থিত। তবে চুরির সঙ্গে যুক্ত ব্যক্তি বেনু মল্লের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় এবং দুই পক্ষের মধ্যে পরবর্তীতে মীমাংসা হওয়ায় অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে একটি সোনার আংটি ও নগদ প্রায় ২,৮০০ টাকা এখনো নিখোঁজ রয়েছে। বুধবার বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ঋষভ সাংবাদিকদের সামনে উদ্ধারকৃত সামগ্রী আনুষ্ঠানিকভাবে মালিকের হাতে তুলে দেন।

এই অভিযানে বিলোনিয়া থানার এসআই রাহুল জমাতিয়া ও প্রাঞ্জিত রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে আগরতলা থেকে আটক করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এসডিপিও ঋষভ সকল নাগরিকের উদ্দেশে আবেদন জানিয়েছেন, যে কোনও চুরি বা অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে বিলম্ব না করে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য যাতে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

বেনু মল্ল ও তাঁর স্ত্রী জানান, তাঁদের অনুপস্থিতিতে দুপুরবেলা চুরির ঘটনা ঘটে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে তাঁরা তাঁদের মূল্যবান জিনিসপত্র ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।